বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আজ ১৫ আগস্ট দিনের শুরুতে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, চাঁদপুর ও মৎস্য প্রশিক্ষণ ইন্সটিটিউট, চাঁদপুর এর পক্ষ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। পরবর্তীতে মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, চাঁদপুরের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সফিকুর রহমান, অধ্যক্ষ, মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউট, চাঁদপুর আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুল বাকী, জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর, জনাব মোঃ ফখরুল ইসলাম, সহকারী পরিচালক, জনাব মোঃ শামসুল আলম পাটওয়ারী, ইন্সট্রাক্টরসহ ডিপ্লোমা ইন্সটিটিউট ও প্রশিক্ষণ ইন্সটিটিউট এর ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মচারীগণ। আলোচনা সভার পর ১৯৭৫ সালের এই দিনে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুসহ উনার পরিবারের সকল সদস্যের রূহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস